নিষিদ্ধ তরল মাদকদ্রব্য কোডাইন মিকচারসহ স্বরূপনগর থানায় গ্রেফতার ১
Автор: DESH O EISHOMOY
Загружено: 2019-10-26
Просмотров: 78
Описание: নিষিদ্ধ তরল মাদকদ্রব্য কোডাইন মিকচারসহ বাবলু গাজী নামে এক যুবককে চারঘাট পাম্প হাউজএলকা থেকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ৷ ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল তার বাড়ি বাদুড়িয়া থানার কুলিয়া গ্রামে। অন্যদিকে বিথারী-বিওপির বিএসএফ জওয়ানরা স্বরূপদাহ গ্রামের বাসিন্দা টেপি ঘোষ নামে এক গৃহবধূকে আটক করে ,রুবিনা খাতুন ও সাদ্দাম নামে দুই বাংলাদেশীকে বাড়িতে রাখার কারণে ৷ বিএসএফ সূত্রে জানা যায় অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশীদের নিজের বাড়িতে সেল্টার দিয়ে অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা করতো ওই টেপিঘোষ বলে অভিযোগ-৷ বাংলাদেশীদের সাথে তাকেও স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। একই সাথে স্বরূপনগর থানার পুলিশ খবর পেয়ে নিতাই দেবনাথ যার বাড়ি কাকদ্বীপ উত্তর মুকুন্দপুর ,বাংলাদেশ কক্সবাজার থেকে অবৈধভাবে পার করে নিয়ে আসার সময় স্বরূপগর থানার পুলিশ তাকে ঐ বাংলাদেশীসহ বিথারী-বৈঞ্চবতলাএলাকা থেকে আটক করে আজ বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ৷
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: