আলেকজান্ডার মৃত্যুর আগে শেষ যে তিন ইচ্ছে করেছিল ।আলেকজান্ডার দা গ্রেট
Автор: MAYADARPUN
Загружено: 2021-07-04
Просмотров: 146
Описание:
আলেকজান্ডার দা গ্রেট।
অনেক গুলো রাজ্য দখলের পর আলেকজান্ডার তার বাসভবনে ফিরে আসছিলেন। কিন্তু হঠাত তার কাছে মনে হলো তিনি জীবিত অবস্থায় তার বাসবভনে ফিরে যেতে পারবেন না। তিনি উপলব্ধি করতে লাগলেন তার সময় শেষ হয়ে এসেছে। তাই তিনি তার সেনাপতি কে ডেকে পাঠালেন এবং বললেন আমি শিগ্রিই এই পৃথীবি ছেড়ে চলে যাবো। আমার ৩ টি ইচ্ছে আছে। আশা করি সেগুলো আমি মারা যাওয়ার পরে তোমরা নিরদিদায় পুর্ন করবে। ততক্ষনে আলেকজান্ডারের সেনাপতির চোখের কোনে অশ্রু জমে গিয়েছে। অস্রু ভেজা কন্ঠে সেনাপতি বললেন অবশ্যই পূর্ন করা হবে মহাশয়। তবে আমরা কী আপনার ৩ টি ইচ্ছের কথা জানতে পারি মহাশয়। তখন আলেকজান্ডার দা গ্রেট বললেন।
প্রথমত ইচ্ছা হচ্ছে শুধু চিকিৎসকরাই কেবল আমার কফিন বহন করবে।কিছুক্ষন নীরব থাকার পর তিনি আবার বললেন আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে,আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার সারা জীবনেরে অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে দইতে হবে। হাফাতে হাফাতে এক মিনিট পর আবার বললেন
আমার শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দু হাত কফিনের বাহিরে ঝুলে থাকবে। তখন সেনাপতি আলেকজান্ডার দা গ্রেট এর হাত চুম্বন করে বললেন অবশ্যই আপনার ৩ টি ইচ্ছে পুরন করা হবে মহাশয় তবে আমাদেরকে বলুন হে রাজন্ন কেনো আপনি এই বিচিত্র ৩ টি ইচ্ছে পুষোন করেছেন।
তখন প্রশ্ন শুনে আলেকজান্ডার দীর্ঘশাস নিলেন এবং বললেন আমি চাই লোকে আমার ৩ টি ইচ্ছে থেকে শিক্ষা গ্রহন করুক। যা আমি এই মাত্র উপলব্ধি করলাম। আমার প্রথম ইচ্ছে কেবল ডাক্তাররাই আমার কফিন বহন করবে তা দ্বারা আমি বুঝাতে চেয়েছি চিকিৎসকই কাউকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অক্ষ্ম। দ্বিতীয় ইচ্ছা সোনা দানা গোরস্থানে ছড়িয়ে রাখতে বলেছি এটা বোঝানোর জন্য যে সোনার একটু অনুও আমার সংঘে যাবে না। আমি সারাটা জীবন ওডেল সম্পদ অর্জন করেছি কিন্তু অর্জিত সম্পদের কিছুই আমি সংগে নিতে পারছিনা। তাই মৃত্যুর পুর্বে লোকে যেনো তাদের অর্জিত সম্পদ গরীব মেহনতি মানুষকে বিলিইয়ে দেয়।
আমার শেষ অভিপ্রায় ছিলো কফিনের বাহিরে আমার দু হাত ঝুলে থাকার মাধ্যমে আমি সবাইকে এটা বুঝাতে চেয়েছি আমি অর্ধ পৃথীবির শাসক ছিলাম। কিন্তু আমি খালি হাতে পৃথীবিতে এসে ছিলাম আর হ্যাঁ আমি আজ খালি হাতেই ফিরে যাচ্ছি। সারাটা জীবন রাজ্য,সম্পদ, সম্মান এগুলো পাওয়ার জন্য ব্যয় করেছি কিন্তু নিজের সংগে এগুলোর একটি ভগাংসই আমি সাথে নিয়ে যেথে পারছিনা। লোকে বুজুক এগুলোর পিছনে ছোটা নিচক সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।
বন্ধুরা এই শীক্ষনিয় ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আপনার সুস্থতা অনেকাংশেই আপনার উপর নীর্ভর করে । আপনার অর্জিত অর্থ ও সম্পদ আপনি বেচে থাকতে আপনার কাছে অনেক মূল্যবান হলেও আপনার মৃতুর সাথে সাথেই সবকিছুরই মৃত্যু হয়ে যাবে। কিন্তু আপনি যদি অন্যের জন্য কিছু করেন এগুলোই আপনাকে মৃত্যুর পরে আপনাকে বাচিয়ে রাখবে। তাই আসুন করোনা ভাইরাসের এই মহামারীর সময় একে অপরকে সহযোগিতের হাত বাড়িয়ে দেই।
তবেই আমাদের এই পৃথীবি হবে অনেকটাই সুন্দর আর মানবিক। এই ছিলো আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিবেন। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।এবং প্রতিদিন এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে সাবসক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
#আলেকজান্ডার_দ্যা_গ্রেট
alexander_the_great
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: