কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ পালিত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা।
Автор: ঐতিহ্য টিভি HTV Heritage Tell & Vision
Загружено: 2025-11-23
Просмотров: 23
Описание:
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ পালিত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২২ নভেম্বর ২০২৫
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৫। শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরুর দিনটিকে স্মরণ করেই প্রতি বছর দেশর বিভিন্ন সেনানিবাসে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ সব ক্ষেত্রেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সট: মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা,
জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা সেনানিবাস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: