পিরামিড কিভাবে তৈরি হয়েছে | pyramid of Giza
Автор: Notun-puran
Загружено: 2024-05-18
Просмотров: 117
Описание:
অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে। তবে সাধারণত পিরামিড বললেই আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড। হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং বিস্ময়কর স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে আলোচনা করা হবে আজ এই পর্বে। আমরা সবার প্রথমে জেনে নাই পিরামিড কী? পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাও বা ফারাওনদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন আসে ফারাওনরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের তথ্যমতে, মিশরীয়রা বিশ্বাস করতো যতদিন ফারাওনদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালের যাবার সময় ‘আত্মা’র নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা ডাকতো ‘কা’ বলে। এই ‘কা’ বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার, আর বিশ্রামের জন্য বিছানাসহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করতো। আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতো, পিরামিডের ভেতরে ফারাওনদের ‘কা’ বেঁচে থাকতো। আর তাই ফারাওনদের শরীর মমীকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করতো যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে ‘কা’র। তাই ফারাওনদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন-সম্পদ দিয়ে দেয়া হতো।
পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেয়ার পদ্ধতি ভিন্ন ছিল। তখন সমাধি দেয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল ‘মাস্তাবা’। প্রচলিত আছে, এই পিরামিড সমাধির নকশাকারের নাম ছিল ইম-হোতেপ। তিনি প্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউনের মন্ত্রী ছিলেন। ইম-হোতেব চিকিৎসাশাস্ত্র এবং জ্যোতিষ বিদ্যায়ও পারদর্শী ছিলেন। মিশরীয়রা যত পিরামিড তৈরি করেছে তার অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে প্রথম দিকের পিরামিডগুলোর তুলনায় পরের দিকের পিরামিডগুলো বেশি টেকসই এবং সুরক্ষিত করে নির্মাণ করা হয়েছে। কারণ মিশরীয়রা ও সময়ের সাথে সাথে তাদের পিরামিড তৈরির শিল্পে দক্ষ হয়েছে। প্রত্যেক ফেরাউন তার আগের ফেরাউনের চেয়ে সেরা পিরামিড তৈরি করতে চাইত। কারণ তারা মনে করত ফেরাউনের মৃত্যুর পর মৃতদেহ রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন। তাদের মতে পিরামিড হল ফেরাউনদের পুনর্জন্মের প্রবেশদ্বার এছাড়া ফেরাউনের মৃত্যুর পর তাদের দেহ সংরক্ষণ করা যাবে যতদিন, ততদিন তারা স্বর্গে বাস করবে সে জন্যই হাজার হাজার বছর ফেরাউনদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা এমন দুর্ভেদ্য পিরামিড তৈরি করত।
পিরামিড
পিরামিডের রহস্য
পিরামিড কিভাবে তৈরি হয়েছে
পিরামিড সম্পর্কে কোরআন কি বলে
পিরামিডের ভিতরের দৃশ্য
পিরামিড রহস্য
পিরামিড কিভাবে তৈরি হয়েছে ইসলাম কি বলে
পিরামিডের রহস্য ইসলাম কি বলে
পিরামিডের ভিতরে কি আছে
পিরামিড মিশর
পিরামিড কে তৈরি করেছে
পিরামিড কি
পিরামিড মিশর
পিরামিড সম্পর্কে কোরআন
পিরামিড রহস্য
পিরামিড সম্পর্কে অজানা তথ্য
পিরামিড কাকে বলে
পিরামিড চূড়া চিত্র
পিরামিড চূড়া কাকে বলে
pyramid
pyramid game ost
pyramids of egypt
pyramids frank ocean
pyramid game
pyramid game behind the scenes
pyramid charice
pyramid lyrics
pyramid song
pyramid game trailer
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: