গাজীপুরে রয়েছে বিশাল এক শাপলা ফুলের স্বর্গরাজ্য। লোকেশন: শাপলারটেক, কালনী, বাড়িয়া
Автор: World Culture & Tourism TV
Загружено: 2024-11-11
Просмотров: 235
Описание: গাজীপুরে রয়েছে বিশাল এক শাপলা ফুলের স্বর্গরাজ্য। লোকেশন: শাপলারটেক, কালনী, বাড়িয়া ইউনিয়ন, গাজীপুর। প্রথমে আপনাকে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুর রেলগেট আসতে হবে। এরপর জয়দেবপুর রেলগেটের কলাপট্টি থেকে কালনি/দেউলিয়ার লোকাল সিএনজি ও অটোরিকশায় উঠতে হবে। ড্রাইভারদের কালনী শাপলারটেক এর কথা বললেই শাপলা বিলের নিকট নামিয়ে দিবে। জনপ্রতি ভাড়া পড়বে ২৫/-টাকা। এছাড়াও আপনি জয়দেবপুর রেলগেট থেকে অটোরিকশা/সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন; এক্ষেত্রে ভাড়া পড়বে ১০০ টাকা। আপনাকে অবশ্যই সকাল ৯ টার মধ্যে আসতে হবে। ৯ টার পর ফুলগুলো একটু একটু করে নুইয়ে যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: