ভারতের জাতীয় সংগীত ও জাতীয় পতাকার পূর্ণ বিবরণ _ full description about national anthem and flag
Автор: Multi Purpose
Загружено: 2022-04-01
Просмотров: 59
Описание:
ভারতীয় জাতীয় সংগীত এর রচয়িতা কে
who is the author of indian national song
:: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
kaviguru rabindranath tagore
ভারতের জাতীয় সংগীতে কটি স্তবক আছে
How many stabaka in Indian nation song
::পাঁচটি স্তবক আছে
five stabaka
ভারতের জাতীয় সংগীত প্রথম কখন গাওয়া হয়
when the song frist time sung
::কলকাতার জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে
in a national Congress adhivesan in kolkata
কখন এই সংগীতটি জাতীয় সংগীত রুপে গ্রহণ করা হয়
when this song take up this song
as national anthem
1950
কে প্রথম এই সংগীত টিকে জাতীয় সংগীত রুপে গ্রহণের প্রস্তাব করেন
সুভাষচন্দ্র বসু
বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগান (ন্যাশানাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত (ন্যাশানাল সং) বিবেচিত হয়।
জন-গণ-মন-অধিনায়ক, জয় হে
ভারত-ভাগ্য-বিধাতা
পাঞ্জাব-সিন্ধ-গুজরাট-মারাঠা
দ্রাবিড়-উৎকল-বঙ্গ
বিন্ধ্য-হিমাচল-যমুনা-গঙ্গা
উচ্ছ্বল-জলধি-তরঙ্গ
তব শুভ নামে জাগে,
তব শুভ আশিস মাঙ্গে,
গাহে তব জয় গাথা,
জন-গণ-মঙ্গল-দায়ক জয় হে
ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয়,জয় হে!
এটি হল জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ রূপ এবং এটা গাইতে লাগে ৫২ সেকেন্ড। প্রথম ও শেষ পংক্তি নিয়ে তৈরি গানটির একটি সংক্ষিপ্ত রূপও আছে, যা বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয়। সেটি এ রকম--
জন-গণ-মন-অধিনায়ক, জয় হে
ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয়,জয় হে!
ভারতীয় জাতীয় পতাকার নকশা কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে নেওয়া হয়
এই পতাকার আয়তন 2:3 ফুট
জাতীয় পতাকার রঙ গুলি কিসের প্রতীক
গেরুয়া------
ত্যাগ, শৌর্য, ও সেবার প্রতীক
সাদা---------
শান্তি ও পবিত্রতার প্রতীক
সবুজ---------
জীবন ধর্ম, নির্ভিকতা,ও কর্মশক্তির প্রতীক
অশোক চক্র
উন্নতি ও গতীশীলতার প্রতীক
ভারতের জাতীয় পতাকা কি কাপড় দিয়ে তৈরি
খাদি কাপড় দিয়ে তৈরি
জাতীয় পতাকার স্থান
সবার ওপরে
জাতীয় পতাকা মিছিলে ব্যবহার করলে
থাকবে সবার সামনে
জাতীয় পতাকা প্রথম তৈরি করে
অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম গ্রামের পিঙ্গল ভেঙ্কাইয়া নামক ব্যক্তি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: