৮০০ বছরের বিরল ঘটনা ঘটবে ২১ ডিসেম্বর || International news || News Reporter Nafiz ||
Автор: News Reporter Nafiz
Загружено: 2020-12-06
Просмотров: 167
Описание:
|| News Reporter Nafiz ||
|| Thanks for watching ♥♥ ||
২০২১ সালের ২১ ডিসেম্বর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। প্রায় ৮০০ বছর পর মানুষ সাক্ষী হবে এক বিরল ঘটনার। এ দিন বৃহস্পতি ও শনিগ্রহ চলে আসবে খুব কাছাকাছি। খালি চোখেই দেখা যাবে এ দৃশ্য।
জানা গেছে প্রতি ১৯ বছর ৭ মাস অন্তর এই দুটি গ্রহ পরস্পরের কাছাকাছি আসে। তবে সর্বশেষ ১২২৬ সালের ৪ মার্চ এমন কাছাকাছি এসেছিল বৃহস্পতি আর শনি। আর শেষবার ১৬২৩ সালে এতটা কাছাকাছি এসেছিল গ্রহ দুটি। কিন্তু সেবার পৃথিবী থেকে ওই ঘটনা দেখা যায়নি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এত দিন পর। অর্থাৎ ৮০০ বছর পরে আবার ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
তবে শুধু ২১ ডিসেম্বর নয়, মোটামুটি ১৫ ডিসেম্বর সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে পরপর কয়েক দিন চোখ রাখলেই বোঝা যাবে, দুটি গ্রহ কাছাকাছি চলে আসছে। এরপর ২১ ডিসেম্বর সবচেয়ে কাছে আসবে এই দুটি গ্রহ। মোটামুটি গোটা উপমহাদেশ থেকেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: