কথার শক্তি ও মানুষের মন।
Автор: Nirapod Shop BD
Загружено: 2025-11-09
Просмотров: 23
Описание:
১ কথার শক্তি ও মানুষের মন
মানুষের মুখের কথা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একটিমাত্র মিষ্টি কথা যেমন হৃদয় জয় করে নিতে পারে, তেমনি রূঢ় কথা মুহূর্তেই সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই আমাদের প্রতিটি শব্দ যেন হয় ভাবনার ফসল।
একজন ব্যবসায়ী হোন বা সাধারণ মানুষ, আপনার মুখের ভাষাই আপনার পরিচয়। যত বড় পুঁজি বা যত বড় প্রতিষ্ঠানই হোক, যদি কথা মিষ্টি না হয়—তাহলে মানুষ কাছে আসতে চায় না। কথা এমনভাবে বলুন, যেন মানুষ আপনার পাশে থাকতে চায়, দূরে নয়।
জ্ঞানীর সামনে চুপ থাকা বুদ্ধিমানের কাজ
যদি কারও জ্ঞান আপনার চেয়ে বেশি হয়, তার সামনে নিজেকে প্রমাণ করতে গিয়ে কথা বাড়ানো নয়; বরং চুপ থেকে শেখা-ই আসল জ্ঞান। চুপ থাকা দুর্বলতা নয়, বরং বোঝায়—আপনি জানেন কখন কথা বলা উচিত আর কখন নয়। এই নীরবতা মানুষকে উন্নত করে, আর অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়।
নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে, মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে।
ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে, এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে।
নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন। কল দেওয়ার সময় সকাল ৯ টা থেকে রাত ১০টা শেষ সময়।
নিয়ম ও শৃঙ্খলার জীবন
জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা থাকা জরুরি। ব্যবসা, নামাজ, ঘুম, খাওয়া—সব কিছুই সময় অনুযায়ী সাজালে জীবন সহজ হয়ে যায়। যে মানুষ নিয়মের বাইরে চলে যায়, তার জীবনে বিশৃঙ্খলা আসে। সফলতা কখনো হুট করে আসে না—এটি আসে নিয়মিত পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে।
কথা বলার আগে চিন্তা করা
“মুখে আসলো কথা, বলে দিলাম”—এই অভ্যাস সবচেয়ে ক্ষতিকর। কখন, কোথায়, কী বলা উচিত—এটা না জানলে মানুষ সহজেই অন্যের মনে আঘাত দেয়। একটি ভুল কথা সারা জীবনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই কথা বলার আগে দুই সেকেন্ড ভাবুন। এই সামান্য চিন্তাই আপনার মর্যাদা রক্ষা করবে।
https://nirapodshopbd.com/
আসসালামু আলাইকুম নিরাপদ সপ ভিডি পক্ষ থেকে হোম ডেলিভারি চালু করা হয়েছে। আপনারা যদি ডেলিভারি নিতে চান ছবির উপরে নাম্বারে কল করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের নাম উপরে দেওয়া আছে।। মোবাইল নাম্বার 01865201784 দিলাম আপনাদের ঘরে বসে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে কনফার্ম হওয়ার পর। পৌঁছানোর দায়িত্ব আমাদের চাল, ডাল, মসুর ডাল, মুদি দোকানে, গ্যাস সিলিন্ডার, ইলেকট্রনিক, দেবিদ্দারে যেকোনো হোটেলের খাবার চাইলে। আমাদের হোটেলের খাবার সহ।
আমাদের ঠিকানা দেবিদ্বার নিউ মার্কেট পানবাজার নিরাপদ হোটেল আমরা সব সময় থাকি।
#কথার শক্তি ও মানুষের মন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: