Purulia:প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে মৌন মিছিল CPI(M)-র
Автор: Purulia News Videos
Загружено: 2024-08-09
Просмотров: 59
Описание:
পাড়া: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে পাড়া ব্লক জুড়ে মৌন মিছিল CPI(M)-র।
#khabarpurulia24x7 #purulianews #cpimnews #cpim #CPIM #para #বুদ্ধদেবভট্টাচার্য
বিদ্যুৎ মল্লিক পাড়াঃ- প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার এই মৃত্যুতে শোকস্তব্য গোটা রাজনৈতিক মহল, শুক্রবার পাড়া ব্লক জুড়ে সিপিআইএম এর মৌন মিছিল করা হয়। এদিন সকাল ১০ টা নাগাদ পাড়া ব্লকের ১নং এরিয়া কমিটির উদ্যোগে পাড়া বাজারে মৌন মিছিল করলো সিপিআইএম এর নেতাকর্মীরা, এই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মৌন মিছিলে পা মিলিয়েছেন কয়েকশো কর্মী সমর্থক, উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দীননাথ লোধা সহ সিপিআইএম নেতা অলোক বাউরী, বৃন্দাবন রায়, অজিত মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন সিপিআইএম পাড়া দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল টি পাড়া ব্লক পর্যন্ত করা হয়। পাশাপাশি এদিন বিকেলে ৩নং এরিয়া কমিটির উদ্যোগে নডিহা মোড়ে মৌন মিছিল করা হয় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুনীল মাহাতো এরিয়া কমিটির সম্পাদক সুব্রত ব্যানার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: