গ্যাস্ট্রিক হলে কি কি সমস্যা হয়
Автор: Dr. Rakib Khan
Загружено: 2025-11-10
Просмотров: 5
Описание:
⚠️ দীর্ঘদিন GERD থাকলে যেসব সমস্যা হতে পারে
ইসোফেজাইটিস (Esophagitis):
পাকস্থলীর এসিড নিয়মিত খাদ্যনালীতে উঠলে এর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যথা, গিলতে কষ্ট, বুক জ্বালাপোড়া হয়।
ইসোফেজিয়াল আলসার:
দীর্ঘস্থায়ী জ্বালাপোড়া থেকে খাদ্যনালীর ভেতরে ক্ষত (ulcer) তৈরি হয়, যা রক্তক্ষরণ করতে পারে।
ন্যারোইং (Stricture):
আলসারের কারণে খাদ্যনালী সংকুচিত হয়ে যায়, ফলে খাবার গিলতে সমস্যা হয়।
ব্যারেট’স ইসোফেগাস (Barrett’s Esophagus):
এটি একটি গুরুতর পরিবর্তন যেখানে খাদ্যনালীর কোষ পাকস্থলীর মতো হয়ে যায় —
⚠️ এটি ভবিষ্যতে ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়।
গলায় সমস্যা (Chronic sore throat / hoarseness):
এসিড গলায় পৌঁছালে কণ্ঠস্বর ভাঙা, গলা ব্যথা, এমনকি দীর্ঘস্থায়ী কাশি হয়।
দাঁতের ক্ষয়:
মুখে এসিড পৌঁছালে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, দাঁত দুর্বল হয়ে পড়ে।
শ্বাসপ্রশ্বাসের সমস্যা:
GERD-এর কারণে এসিড শ্বাসনালীতে প্রবেশ করলে হাঁপানি (asthma), শ্বাসকষ্ট বা ঘন কাশি হতে পারে।
ঘুমের সমস্যা:
রাতে অ্যাসিড রিফ্লাক্স হলে ঘুম ভেঙে যায়, বুকজ্বালা ও অস্বস্তি তৈরি হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: