দুর্নীতি ও হতাশা
Автор: Banga biswas
Загружено: 2022-09-20
Просмотров: 164
Описание:
দুর্নীতি ও হতাশা
আমার কাছে অনেক ছেলে মেয়েরা তাদের হতাশা জানাতে আসে ।
চাকরির পরীক্ষায় উপরের স্থানে থাকা সত্ত্বেও তাদের চাকরি হয়নি । যারা নিচে - তারা টাকা দিয়ে চাকরি কিনেছে ।
শিক্ষায় ভয়ঙ্কর দুর্নীতি এখন জনমানুষের চোখের সামনে আসতে এই হতাশা আরও বেড়েছে ।
মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে তরুণদের এই রাজ্য ছেড়ে না যেতে আহ্বান করেছেন ।
আসলে জনসাধারণের একবার বিশ্বাস হারিয়ে গেলে - বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা অত সহজ নয় ।
দ্রুত ও দক্ষ তদন্ত করে আসামির সাজা দেওয়া এবং যারা এই দুর্নীতির শিকার হয়েছে- তাদের প্রতি বিচার করতে হবে আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে । এটাই বড় পরীক্ষা । সারা বঙ্গের মানুষ দিন গুনছে কখন সেই ন্যায়বিচার আসবে !
২১/০৯/২০২২ ড. উপেন্দ্রনাথ বিশ্বাস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: