#CLASS
Автор: ShafiulSumonBd
Загружено: 2020-04-21
Просмотров: 26
Описание:
#ঘরে বসেই শিক্ষা ।
#আমার ঘরে আমার স্কুল ।
#অনলাইন প্লাটফের্মের মাধ্যমে শিক্ষালাভ
#দূরশিক্ষণ
#সুমন স্যার
প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ
করোনা ভাইরাসের কারণে এই সংকট ও দূর্যোগকালীন সময়ে দূরশিক্ষণের প্রয়োজনীয়তা থেকে আমি বিদ্যালয় ছুটির পর থেকেই কাজ করছি তোমাদের পাশে কিভাবে থাকা যায় সে লক্ষ্যে। আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত কন্টেন্ট আপলোড করব তোমাদের জন্য , কিন্তু তোমরা ছোট মানুষ । ইউটিউব ওপেন করে আমার ক্লাসগুলো দেখার কাজ তোমরা পারবেনা । এ কাজে তোমাদের বাবা , মার সম্পৃক্ততা ও সহযোগিতা দরকার । আর তোমার এলাকার বড় ভাইয়ারা ও বোনেরা যারা আমার কাছে পড়াশুনা করে পঞ্চম শ্রেণি পাশ করে বর্তমানে উচ্চতর শ্রেণিতে পড়াশুনা করছে তাদের মনোযোগ আকর্ষণ করছি । তোমরা আমার ক্লাশগুলো ডাউনলোড করে ছোট ভাই বোনদের দেখানোর ব্যবস্থা কর । তবে সতর্কতা অবলম্বন করবে যেন ওরা স্মার্টফোনে ভিডিও গেম না খেলে এবংনিষিদ্ধ বিনোদনমূলক , অপ্রয়োজনীয় গান বা কন্টেন্ট না দেখে । সকল কিছুরই ভালো ও মন্দ দুই দিকই থাকে । তবে তা হতে তুমি বা তোমরা কতটুকু লাভবান হবে সেটা নির্ভর করে তুমি তা কিভাবে ব্যবহার করছ অথবা সেটির সাথে তোমার সম্পৃক্ততার ধরণ কেমন ? তার উপর । সরকারের দৃষ্টি আকর্ষন করছি আমরা যারা এই সংকটকালীন সময়ে দূরশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কথা ভাবছি আপনি আমাদের ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়ে দিন ও মেয়াদ বৃদ্ধি করে দেবার ব্যবস্থা করুন । অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীরা যেন এ সুবিধা পায় । আর সবার প্রতি একটিই অনুরোধ তা হলো যেকোন পরিস্থিতির সুযোগ যেন আমরা জাতির পজিটিভ স্বার্থ সংরক্ষনের জন্য ব্যবহার করি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে নয় ।
-সম্মানিত অভিভাবকদের প্রতি একটি অনুরোধ আপনার বাড়ির আশেপাশের সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিশুরাও/শিক্ষার্থীরাও যেন এই অনলাইন প্লাটফর্মের ক্লাসগুলো দেখে শেখার সুবিধাটুকু পায় সে দায়িত্বটুকু কিন্তু আপনাকে নিতে হবে । রাগ করলেন ? দয়া করে রাগ করবেন না । সামাজিক সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করে সামাজিক দূরত্ব রক্ষা করে আমার অনুরোধটুকু কিভাবে রক্ষা করা যায় সেটির ভাবনাটুকু ভাববেন । কাইন্ডলি ভাববেন এবং কিছু একটা করবেন ।
সুমন স্যার
#০১৭১৪৭৬৪৭৪৯
#SUMON SIR
#01714764749
#Join with the FB group
/ tngnd
/ voiceofprimaryteachers
#Like the FB page
/ tngnd7
#tngnd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: