মেদিনীপুর শহরের মানিকপুরের ‘ভ্রাতৃসঙ্ঘ’ ক্লাবের মোটাকালীর পুজো আজ শহরের অন্যতম ঐতিহ্য
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-10-20
Просмотров: 29
Описание:
মেদিনীপুর শহরের মানিকপুরের ‘ভ্রাতৃসঙ্ঘ’ ক্লাবের মোটাকালীর পুজো আজ শহরের অন্যতম ঐতিহ্য। ৫৮ বছর আগে শুরু হয়েছিল এই পুজো, আর তার সূচনা হয়েছিল এলাকার কুস্তিগীর ও ব্যায়ামবীরদের হাতে। সেই সময় ক্লাবের সদস্যরা যেমন শরীরচর্চা করতেন, তেমনি কুস্তিতেও ছিলেন পারদর্শী। তাঁদের কথাতেই মৃৎশিল্পীকে বলা হয়েছিল “আমাদের মা-ও হবেন আমাদের মতোই সুঠাম দেহের, বড় ও বলিষ্ঠ।তখন থেকেই দেবীর মূর্তি গড়া হয় বিশাল আকারে— একসময় ২৫-২৬ ফুট, এখন প্রায় ২০ ফুট উঁচু। দেবী থাকেন গরুর গাড়ির উপর, যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। পুজো শেষে শোভাযাত্রা করে গরুর গাড়িতে মা-কে নিয়ে যাওয়া হয় কাঁসাই নদীতে নিরঞ্জনের জন্য, আর সেই গাড়ি ফের ক্লাবে ফিরে আসে প্রতিবারই। আজও মানিকপুর ভ্রাতৃসঙ্ঘের পুজো শহরের ১০ নম্বর ওয়ার্ডের গর্ব। প্রজন্ম বদলালেও কুস্তিগীরদের সেই ঐতিহ্য, মায়ের সুবিশাল রূপ, আর শরীরচর্চার চেতনা বয়ে চলেছে সমান তালে।
মেদিনীপুর থেকে সেখ ওয়ারেশ এর রিপোর্ট বিগ নিউজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: