মেয়েদের জন্য হারাম যে ১৪ জন | প্রশ্ন⁸⁹¹⁸1
Автор: প্রশ্ন⁸⁹¹⁸1
Загружено: 2025-08-31
Просмотров: 1574
Описание:
কোরআন ও হাদীস অনুসারে, যে ১৪ জন নারীকে বিয়ে করা পুরুষের জন্য হারাম বা নিষিদ্ধ, তারা হলেন: নিজের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, আপন নানি ও দাদি, চাচাতো/মামাতো/ফুফাতো/খালাতো বোন, সৎ মা, সৎ মেয়ে (যাকে নিজের লালন-পালনে রাখা হয়েছে), দুধ মা, দুধ বোন, শ্বাশুড়ি, এবং বিমাতা-কন্যা (যাকে নিজের লালন-পালনে রাখা হয়েছে)। এই তালিকাটি মূলতঃ সূরা নিসার ২৩-২৫ আয়াতে এবং হাদীসে বর্ণিত আছে।
কুরআন ও হাদীসের আলোকে হারাম নারীগণ:
১. মা ও উর্ধ্বতন: নিজের মা, দাদি, নানি এবং তাদের উপরের সকল নারী।
২. কন্যা ও অধস্তন: নিজের মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে এবং তাদের গর্ভজাত সকল কন্যাসন্তান।
৩. বোন ও তার অধস্তন: নিজের সহোদর বোন, বৈমাত্রেয় বোন (সৎ মায়ের মেয়ে) এবং বৈপিত্রেয় বোন (সৎ বাবার মেয়ে)।
৪. ফুফু ও খালা: বাবার সহোদর বোন (ফুফু), বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (ফুপু), মায়ের সহোদর বোন (খালা), মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (খালা)।
৫. ভাইয়ের মেয়ে ও বোনের মেয়ে: ভাইয়ের মেয়ে ও বোনের মেয়ে (চাচাতো/মামাতো/ফুফাতো/খালাতো বোন)।
৬. দুধ-সম্পর্কিত: যে সকল নারী দুধ পান করিয়েছেন (দুধ মা), এবং দুধ-বোন।
৭. সৎ-সম্পর্কিত: সৎ মা এবং সৎ মেয়েরা (যাদের নিজের লালন-পালনে রাখা হয়েছে)।
৮. শ্বাশুড়ি: নিজের স্ত্রীর মা (শ্বাশুড়ি) এবং তাদের উপরের সকল নারী।
৯. বিমাতা-কন্যা: যে সকল মেয়ের সাথে সহবাস করা হয়েছে, তাদের কন্যা (যাদের নিজের লালন-পালনে রাখা হয়েছে)।
গুরুত্বপূর্ণ বিষয়:
এই নিষেধাজ্ঞাগুলি বংশগত ও দুধ-সম্পর্কিত আত্মীয়তা ছাড়াও, বৈবাহিক ও সামাজিক সম্পর্ককেও অন্তর্ভুক্ত করে।
ইসলামী শরিয়তের মূল উদ্দেশ্য হলো পরিবার ও সমাজের নৈতিক শুদ্ধতা ও পবিত্রতা রক্ষা করা।
প্রশ্ন⁸⁹¹⁸1
#muhammad #galeriquote #quotes #aashiquearasool #jumamubarak #islamicreminder #islamicposts #literasiislami #whatsappstatusnaat #madina #reels #prophetmuhammad #subhanallah #islamdaily #queen #motivasihidup #islamicreels #instagram #trending #hijab #video #pakistan #islamicworld #alhamdulillah #islamiclife #mashallah #islamicpicture #doa #quotesislami #islamicart
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: