মুজিবনগরের ইতিহাস পর্ব-১।।History of Mujibnagar episode-1
Автор: Echo Biography
Загружено: 2019-01-04
Просмотров: 967
Описание:
কুষ্টিয়ার মেহেরপুরের মুজিবনগরে অস্থায়ী মুজিবনগর সরকারের শপথ নেওয়ার কথা ছিলো না। ১৯৭১ সালের ১০ এপ্রিল ভারতের আগর তলায় এক সভায় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত কুষ্টিয়া জেলার মহকুমা চুয়াডাঙ্গাকে বেছে নেওয়া হয় এবং ১৪ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণের তারিখ চুড়ান্ত হয়।
কিন্তু শপথ গ্রহণের তারিখ সে সময় আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রচার হলে বিদেশি সাংবাদিকসহ পাকহানাদার বাহিনী ঘটনা জেনে ফেলে। চুয়াডাঙ্গার ওপর পাকবাহিনী আক্রোশে ফেটে পরে। ব্যাপক বোমা হামলা চালিয়ে পাকহানাদার বাহিনী চুয়াডাঙ্গা দখল করে নেয়।
হার্ডিঞ্জ সেতু উড়িয়ে দেওয়ার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়। চুয়াডাঙ্গা দখল ও পাকহানাদার বাহিনীর দ্বারা হার্ডিঞ্জ ব্রিজ আক্রান্ত হলে শপথ অনুষ্ঠানের সময় ও জায়গা পাল্টে যায়। পরে শপথ অনুষ্ঠানের জন্য ভারত সীমান্তবর্তী বৈদনাথ তলা বা মুজিবনগরকে বেছে নেওয়া হয়।
আপনি মুজিবনগর স্মৃতিসৌধ বা স্মৃতি কমপ্লেক্সে না গিয়ে থাকলে অচিরেই যাবেন আশা করি। বিজয়ের মাস ডিসেম্বর। চাইলে এ মাসে সবাই মিলে মুজিব নগর স্মৃতি কমপ্লেক্স ঘুরে আসতে পারেন।
মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আমাদের মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরচেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।
বেগম রোকেয়ার জীবনী জানতে এই ভিডিও দেখুন
• বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী।Biography Of...
তারামন বিবির জীবনী
• চলে গেলেন বীর প্রতীক তারামন বেগম! কে এই তা...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: