বৈরুত বিস্ফোরণে ১৪১ ফুট গর্ত। Beirut blast
Автор: CBC cable bangla channel
Загружено: 2020-08-10
Просмотров: 8
Описание:
লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক দ্রব্যের বিস্ফোরণে ১৪১ ফুট (৪৩ মিটার) গভীর গর্ত সৃষ্টি হয়েছে। রোববার এক বিবৃতিতে শহর নিরাপত্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের গবেষণা দলের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। বিধ্বস্ত এলাকায় ফ্রান্সের বিশেষজ্ঞদের সমীক্ষার রিপোর্ট তুলে ধরে লেবাননের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণ বন্দরে ৪৩ মিটার গভীর খাদ রেখে গেছে।’
বিস্ফোরণস্থলে ফ্রান্সের পাশাপাশি কাজ করছেন কাতার, জার্মানি ও রাশিয়ার উদ্ধারকারী দলের সদস্যরা। গত মঙ্গলবার বৈরুতের এক গুদামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন লেগে এ বিস্ফোরণ হয়। এতে রাজধানী বৈরুতের প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে।
বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে ১৬০ কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও তা অনুভূত হয়েছে। মার্কিন ভূপদার্থ ইন্সটিটিউটের তথ্যমতে, এই বিস্ফোরণে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, বৈরুতের এই বিস্ফোরণ ৬ হাজারেরও অধিক মানুষকে আহত করেছে। কেড়ে নিয়েছে ১৫৮ জনের প্রাণ। নিখোঁজ আছে ৬০ জন। শহরের ৩ লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাত যাপন করছেন।
২০০৫ সালে সাবেক লেবানিজ প্রধানমন্ত্রী রফিক হারিরিকে এক ভয়াবহ বোমা হামলায় হত্যা করা হয়। সেই বিস্ফোরণে ১০ মিটারের গর্ত সৃষ্টি হয়েছিল। কিন্তু মঙ্গলবারের ঘটনা তার থেকেও কয়েকগুণ শক্তিশালী।
ব্রিটিশ একদল গবেষকের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ১০ শতাংশ শক্তিশালী ছিল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: