Go With Rana

আমি কাজী মো: ইব্রাহিম রানা। "Go With Rana" আমার ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যালেন। পেশাগত দিক দিয়ে আমি একজন ব্যাংক কর্মকর্তা। চাকুরির পাশাপাশি আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিশেষ করে পার্বত্য জেলা গুলোতে ভ্রমণ করে থাকি ছুটি পেলেই। ভ্রমণ আমার একপ্রকার নেশা। আমি সাপ্তাহিক ছুটিতেই ভ্রমণে বের হই। বাংলাদেশের জনপ্রিয় ও সৌন্দর্য মন্ডিত স্থান গুলো আমি ঘুরতে চাই। সেটা হোক পাহাড়, সাগর কিংবা নদী। ট্রেকিং ট্যুর গুলো আমার খুব পছন্দের। এছাড়া আমি ক্যাম্পিং, সাইক্লিং, সাতার এগুলো খুব পছন্দ করি। ট্রেকিং ট্যুর গুলোর মধ্যে সবচাইতে ভালো লাগার মূহুর্ত হলো কোন ঝর্ণায় গা ভিজিয়ে গোসল করা আর সবচাইতে অপছন্দের ও বিরিক্তিকর জিনিস হলো ট্রেকিং করতে গিয়ে জোঁকের কামড় খাওয়া! 🥴

সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পছন্দের ও আগ্রহের ভ্রমণ বিষয়ক ভিডিও গুলো কে সঠিক ও তথ্যবহুল করে উপস্থাপন করতে পারবো। 😊

*** Hi I am Rana. My channel name is "Go With Rana". I live in Dhaka, Bangladesh 🇧🇩. Trekking tour is my hobby and passion, I will upload my trekking and travel related videos in my channel ***

Thank you..❤