এসো আলোর পথে

আসসালামু আলাইকুম।।
হাদিসে এসেছে, তোমরা আমার পক্ষ থেকে (মানুষের কাছে) একটি আয়াত বা একটি বাক্য হলেও পৌঁছে দাও" (সহীহ বুখারী)। এই হাদিসটি প্রত্যেক মুসলমানকে অন্যের কাছে ইসলামের বার্তা পৌঁছানোর জন্য উৎসাহিত করে, যেখানে দাওয়াহ বা ইসলামের প্রতি আমন্ত্রণ জানানো হয়। 

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “তোমরা আমার পক্ষ থেকে (দ্বীন প্রচার করো), এমনকি যদি একটি আয়াতও হয়।” (সহীহ বুখারি: ৩৪৬১)। এই হাদিসটি মানুষের কাছে কোরআন বা সুন্নাহর শিক্ষা পৌঁছে দেওয়ার গুরুত্ব বোঝায়, তা অল্প পরিমাণ হলেও। 

পবিত্র কোরআনেও বলা হয়েছে, "ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে যে, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত" (সূরা হামীম সিজদা: ৩৩)। 

এই চ্যানেলে কোরআন ও হাদিস সংক্রান্ত আমল / কোরআনের আয়াত শেয়ার করা হয়।। আপনারা চাইলে এড হতে পারেন, কোরআনের আয়াত /আমল করতে সহযোগিতা একান্ত কাম্য।। আপনাদের লাইক,কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার বেগবান হয়।। দোয়া চাই।।