Menon's Cove

ইতিহাস এবং লোকাল খাবারের প্রতি আমার বরাবরের আগ্রহ। আড্ডা দিতে ভালোবাসি প্রচন্ডরকম। সৌদি আরবে ১০ বছর শিক্ষকতার পাশাপাশি ঘুরে বেড়িয়েছি শহর হতে শহরে। অনেক কিছুই ভিডিও করে রাখা হয়নি। এবার সৌদি আরবের না বলা, অজানাদিকগুলো তুলে ধরার চেষ্টা করছি।

ভবিষ্যতে বাংলাদেশ কিংবা পৃথিবীর অন্যান্য শহরের ইতিহাস ও খাবারও আসবে এই চ্যানেলে।