Quran Shikkha

*Quran Shikkha* চ্যানেলে আপনাদেরকে স্বাগতম
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।

মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী–রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দ্বীনের কাজ আখেরি নবীর উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।

ইসলামের কল্যাণের বিষয়গুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো তাবলিগ। হাদিস শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।’ ( তিরমিযি)। বিদায় হজের ভাষণে মহানবী (সা.)–এর সর্বশেষ বাক্য ছিল, ‘তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও।’ ( ইবনে হিশাম)।

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে সহযোগিতা করুন।
ধন্যবাদ

===যোগাযোগ করুন===
[email protected]

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোন
👉 আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর করে
এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ ।

👉 imo - Whatsapp - bkash :- +8801759640309