বিষের বাঁশি

আমাদের মাতৃভাষা বাংলা হওয়া সত্বেও "" ব্যাকরণ"" শব্দটা শুনলেই চমকে উঠি।এর অন্যতম কারণ হলো ব্যাকরণের বেসিক সেভাবে তৈরি করতে পারিনা।আসলে কোনো জিনিসের ভিত্তি যদি মজবুত না হয়,তাহলে সেখান থেকে ভালো কিছু প্রত্যাশা করা আর আকাশ কুসুম কল্পনা করা একই কথা।তাই নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং বিসিএস সহ সকল চাকুরী প্রত্যাশীদের কথা চিন্তা করে এই চ্যানেলের যাত্রা শুরু করলাম। আমার মূল লক্ষ্য মূলত "ব্যাকরণের" মজবুত ভিত্তি স্হাপন। মহান আল্লাহতায়ালা তৌফিক দান করলে এই চ্যানেলে ব্যাকরণের সকল বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করা হবে। যার ফলে প্রত্যেকে ব্যাকরণে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তবে একটি কথা,তা হলো ভিডিওগুলো খুব মনযোগ দিয়ে এবং ধৈর্য ও সময় নিয়ে দেখতে হবে।সবার ভালো ইচ্ছাগুলো পূরণ হোক, এই প্রত্যাশায় "nasirs bangla niketon" এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
নাসির স্যার
বি.এ.(সম্মান),এম.এ.(বাংলা)
ঢাকা বিশ্ববিদ্যালয়