আমরা ইলমে নূরানী

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই কচিকাঁচা শিশুদের আদর্শ জাতি হিসেবে গঠনের জন্য আদর্শ ভিত্তিক পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু পরিতাপের বিষয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হওয়া সত্বেও মিডিয়াতে শিশুদের উপযোগী ইসলামী আদর্শের উপরে বই-পুস্তক বা ইসলামিক কার্টুন ভিডিওর খুবই অভাব। যে সব ভিডিও এর প্রচলন আছে তাতে বেশির ভাগই নানা প্রকার অশ্লীল ও প্রাণীর ছবিতে ভরপুর। তাই ইসলামী আদর্শ ভিত্তিক একটি ভিডিও শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি যদি শিশুরা এমন একটি সাইড পেয়ে কিছু মাত্র উপকৃত হয় তাহলে আমাদের এই শ্রম বা প্রচেষ্টা সার্থক হবে ইনশাআল্লাহ।
নূরানী মল্লিক কল্যাণ পরিষদ এর আওতাধীন অর্থাৎ নূরানী তালিমুল কুরআন বোর্ড কর্তৃক পরিচালিত। প্লে থেকে তৃতীয় জামাত পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের পাট বাই পার্ট অনুশীল। আশা করি আপনি থাকবেন আমার সাথে। আপনার সন্তানের হাতে মোবাইল থাকা সত্ত্বেও সে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এ উদ্দেশ্যে আমাদের এই সামান্য প্রচেষ্টায়।


আমরা ইলমে নূরানী