সিরাতুল মুস্তাকিম_The right path

নাহমাদুহু ছাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাআদ।

আসসালামু আলাইকুম।

আমি আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সবটুকু ভালোবাসা নিয়ে বলছি, আমি এখনো আমার জীবনের চাইতে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেশি ভালোবাসতে পারি নাই। ইয়া আপনি আমাকে তৌফিক দিন আমি যেন আমার জীবনের চেয়ে আপনার রাসূলকে (স:) বেশি ভালোবাসতে পারি।

মহান আল্লাহর সাধারণ আদেশ রয়েছে, “--- হে ঈমানদারগণ! তোমরাও নবীর উপর দরুদ পাঠ কর এবং উত্তমরুপে সালাম পেশ কর।” (কুরআন মাজীদ ৩৩/৫৬)

আর মহানবী (ﷺ) বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ বার রহ্‌মত বর্ষণ করবেন।” (মুসলিম, মিশকাত ৯২১ নং)

এই চ্যানেলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার বিভিন্ন জায়গায় ভ্রমণের সময় ধারনকৃত ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করা এবং একই সাথে আপনাদেরকে আল্লাহর রাসূলের কিছু হাদিস সম্বন্ধে জানানো ও দৈনন্দিন জীবনে আমাদের বিপদ-আপদে যেসব আমলগুলো আল্লাহর রাসূল করত সেগুলো সম্বন্ধে জানানো।


যোগাযোগ :
[email protected]
[email protected]