মোঃ মাখন দেওয়ান

তিনশত বছরের ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের মেধাবী গুণী শিল্পীদের পরিবেশনাসমূহ আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য।ভাল-মন্দের বিচার আপনার উপর।মানুষ হিসেবে দোষ-গুন সবারই থাকে।শিল্পীরাও মানুষ তাদের ও ভুল ত্রুটি থাকতেই পারে। শিল্পীদের গানগুলোর মাঝেই আমরা তাদেরকে বাচিয়ে রাখব।দেওয়ানদের তথা সমসাময়িক শিল্পী সাধক দের ঐতিহাসিক ভালোগানগুলো আপনাদের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য।সাধূ,মহৎ,গুণীজনেরা বলেন ভালো গানে আত্নার শান্তি মেলে।ভালো গান শুনে শিল্পীদের উৎসাহ দিন।আপনার উৎসাহ আমাদের অনুপ্রেরণা যোগাবে।বয়সের সঙ্গে সঙ্গে শিল্পীর শিল্প সমন্ধে ধারণা বাড়ে,বেড়ে যায় তার পরিবেশনের মান।এভাবেই বড় হয়ে ওঠে দেওয়ান বংশের শিল্পীরা, পায় শ্রোতার সমর্থন, জনপ্রিয়তা। তাদের অসাধারন সেই বেড়ে ওঠার গল্প বলতেই এসেছে দেওয়ানগীতি।আলেপ চান শাহ, মালেক চান শাহ, খালেক চান শাহ সহ রজ্জব দেওয়ান, হালিম বয়াতি সহ সব বাউল সাধক সৃষ্টি ধরে জন্য অলাভজনক এই চ্যানেল।
শুধুমাত্র উনাদের প্রতি সম্মান প্রদর্শন করা উদ্দেশ্য কোন বানিজ্যিক লক্ষ্য নেই আমাদের।জয় হোক সাধকদের 🙏
জয় হোক মানবতার 🙏
সবাই দোয়া করবেন 🤲