কোরআনের বাণী মিডিয়া

* অনুসরণ করো তাদের যারা বিনিময় কামনা করেনা - আল কোরআন ।
** আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও -আল হাদিস ।
বিজ্ঞানের উন্নতির যোগে ইসলামের অমিয় বাণী প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে মিডিয়া । প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে মিডিয়ার মাধ্যমে অল্প সময়ে অসংখ্য মানুষের কাছে দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছানো সম্ভব। তাই ইসলামের সু - মহান আদর্শের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে “কোরআনের বাণী মিডিয়া।” আমাদের মিডিয়ায় বিশ্ববরেণ্য হক্কানী ওলামায়ে কেরামগনের ওয়াজ - নসিহত, ধারাবাহিক তাফসির , হামদ - নাত ও ইসলামের সমসাময়ীক বিষয়াদি নিয়মিত প্রচার করা হবে ইনশাআল্লাহ্‌। তাই আমাদের এই মহতি উদ্যোগে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলাম ও মানবতার কল্যাণে আমাদের সহযোগী হবেন।