Monir Hossain
আমার বন্দু চিকন কালিয়া দেইখো আসিয়া ❤️
সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধা বেলা 💔
February 17, 2024
মানুষ এমনও আছে ।
অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে ?
এমন কইরা দুঃখ দাও দিলেরে বন্দু কলিজাতে লাগে ।
alhab albarh
কেনো প্রীতি বাড়াইলারে বন্ধু ছাইরা যাইবা যদি !
ঢেউ উটছে সাগরে-রে কেমনে পাড়ি দড়িরে !
চাঁদনি রাইতে নিরজনে
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া ?
রঙের খেলা খেলছো দয়ালরে
নামাজ হইলো নারে তোর নামাজের লইলি না খবর ।
বাবা তোমায় ভাল বাসি ।এ কেমন ভাল বাসা তবে এরাই পথ হারিয়ে যাওয়া মানুষ
আজ না হয় কাল তুমি যাইবা কবরে
মনা আর কত কাল থাকবি ঘড়ে
মানুষ বজলে সোনার মানুষ হবি ।
কে বানাইলো এমন রং মহল খানা
তুমি মেহের বানগো নবিজি
অতি সুন্দর ঘড় বান্দিয়া মন রইয়াছ গোমাইয়া...😂
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
সর্ব রোগের দোয়া, ভাল লাগলে শেয়ার করুন ।
মন দিয়ে যারে বাঁশলাম ভাল সেতো হইলো না আমার ।
বাজান চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে
আমার মনের দুঃখ লইয়া মনেগো কান্দি আর গুড়ে বেড়াই ।
আল্লাহ তাআলার বেহেরবানী
প্রান বন্ধুরে ভালো বাইশা ওতুর মন পাইলামনারে ।
আশার মাসের দেয়ার ছড়ি
আমার বলার কিছু ছিলো না
কান্দিয়া আকুল হইলাম ভব্ নদির পাড়ে মন তরে কেবা পাড় করে