Deene sikkha

আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, এ কথাটিই সত্যি যে আমরা এই পৃথিবীতে এখন যারা আছি তারা কিছুদিন পরে কেউই থাকবো না। সবাই মাটির নিচের বাসিন্দা হয়ে যাবো। কেউ ব্যবসা করতে গিয়ে মূলধন ভেঙে ভেঙে যেমন বিলাসিতা করেনা। তেমনি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের জীবনের সময়গুলি আল্লাহ তায়ালার হুকুমের বিপরীতে নষ্ট করা কোন বুদ্ধিমানের কাজ হবেনা। এই দুনিয়ার সময়কে (ব্যবসার মূলধনের মত) সঠিকভাবে ব্যবহার করে, মৃত্যু পরবর্তী অফুরন্ত জীবনকে (মুনাফাসহ) জান্নাতে উপভোগ করার জন্যই আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্দেশিত পথে নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবী (রাঃ) দেরকে দ্বীনের পথ দেখিয়েছেন। সাহাবী (রাঃ) ও সেগুলো আমলে পরিনত করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জণ করতে সক্ষম হয়েছিলেন। আমরাও সাহাবীদের মত হতে চাই। মৃত্যু অনিবার্য। তার আগেই মুসলমান হিসেবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি নিয়ে আল্লাহ তায়ালার কাছে ফিরে যেতে চাই। আল্লাহ তায়ালা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আমীন

ওয়াজ মাহফিল ক্বুরআন তিলাওয়াত ইসলামীক ভিডিও পেতে DEENE SIKKHA চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।