VATCONS BD

ভ্যাটকনস বিডি ট্রেনিং একাডেমি বাংলাদেশে একাউন্টিং পেশায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। ভ্যাট, ট্যাক্স, এক্সেল, একাউন্টিং সফটওয়্যার, প্রোফেশনাল সিভি রাইটিং ও ক্যারিয়ার সচেতনতামূল ট্রেনিং প্রোগ্রাম চালু করে আসছি।

আমরা লক্ষ করেছি বর্তমান চাকুরীবাজারে ভালোভাবে মূসক কার্যক্রম জানা প্রোফেশনালদের চাহিদা সবচেয়ে বেশি। সরকার দেশের উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করতে মূসকের মাধ্যমে রাজস্ব আদায়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। সে ধারাবাহিকতায় প্রতিষ্ঠানগুলোও তাদের মূসক কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ কর্মী খুজছে।

ভ্যাটকনস বিডি মূসক পেশায় দক্ষ কর্মী গড়ে তুলতে নানাবিধ মূসক ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। মানুষকে সচেতন করতে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও গ্রুপ সহ জুম অনলাইনে ফ্রি প্রশিক্ষনের পাশাপাশি বেশকিছু স্পেশাল মূসক ট্রেনিং কোর্স পরিচালনা করছি।
ফ্রি কনসালটেশন এর জন্য কল করুন: 01717228581
রেজিস্ট্রেশন করুন : https://vatconsbd.com