JM Tropical Fruit Park

দেশি-বিদেশি ১২০০+ ট্রপিক্যাল ফলের পরিচিতি এবং গাছ সম্পর্কে জানতে এবং চারা ও ফল পেতে আমাদের সাথে থাকুন।

আল্লাহর মেহেরবানিতে ১২০০ এরও অধিক প্রজাতির ফল, ১৪০ এর বেশি রকমের দেশি –বিদেশি, ট্রপিক্যাল-সাব ট্রপিক্যাল, বাণিজ্যিক এবং দৃষ্টিনন্দন ফলের গাছ সংগ্রহ করে মাতৃবাগান তৈরী করা হয়েছে। আমাদের জলবায়ু উপযোগী জাত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে ফল উৎপাদন ও গ্রাফটিং চারা তৈরী করে বিক্রয় করা হয়। আমরা আশাবাদী; ৩০০+ আমের প্রজাতির সাহায্যে বছরের ৫ মাস, ২০০+ প্রজাতির সাইট্রাস এর মাধ্যমে ৮ মাস এবং অন্যান্য রকম ফলের গাছ মিলিয়ে বছরের ১২ মাসই ফ্রেস ফল সংগ্রহ করা সম্ভব। আমাদের চেষ্টা ও আপনাদের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির বাণিজ্যিক ফলের বাগান তৈরী করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশের অর্থনিতীকে আরো সমৃদ্ধ করা সম্ভব।