পলিটেকনিক বিদ্যাপীঠ

আমি মোঃরেজাউল করিম ,আমি সিভিল ইন্জিনিয়ারিং এ 2008 সালে রংপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা এবং 2014 সালে ডুয়েট থেকে বিএস.সি পাশ করি।পাশ করার পর 3 বছর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ইন্সট্রাক্টর হিসাবে কাজ করি,তারপর প্রজেক্ট ইন্জিনিয়ার হিসাবে সিলেট ক্যান্টনমেন্ট এ 2 বছর কাজ করিিএখন 5 বছর ধরে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট এ আছি।নিজের অর্জিত জ্ঞানকে সবার মাঝে বিলিয়ে দিতে তৈরি করেছি পলিটেকনিক বিদ্যাপীঠ।
পলিটেকনিক বিদ্যাপীঠ এমন একটি প্রতিষ্ঠান যেখানে অনেক কঠিন বিষয়কে অনেক সহজভাবে পড়ানো হয়।
যেসব বিষয় পড়ানো হবেঃ
১। স্ট্রাকচারাল ইন্জিনিয়ারিং
২। ডিজাইন অব স্ট্রাকচার-১
৩। ডিজাইন অব স্ট্রাকচার-২
৪। থিওরী অব স্ট্রাকচার
৫। এস্টিমেটিং এন্ড কস্টিং-১
৬। এস্টিমেটিং এন্ড কস্টিং-২
৭। সার্ভেয়িং-১
৮। সার্ভেয়িং-২
৯। সার্ভেয়িং-৩
১০। হাইড্রোলিক্স
১১। জিওটেকনিক্যাল ইন্জিনিয়ারিং