Rahi of Voice 21
প্রিয় দর্শক আস-সালামু আলাইকুম। Rahi of voice 21 চ্যানেলে আপনাদের কে স্বাগতম।
প্রিয় বন্ধুরা,আশা করি আপনারা সকলেই ভালো আছেন।
মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী -রাসুলই দাওয়াত, তাবলীগ, তালিম ও তারাবিয়াতের কাজ করেছেন।
যেহেতু নতুন করে কোন নবী ও রাসুল আমাদের মাঝে আর আসবে না।তাই কেয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।
ইসলামের কল্যাণের বিষয় গুলো মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হলো তাবলীগ।
হাদিস শরিফে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।(জামে তিরমিজি)। বিদায় হজের ভাষণে মহানবী (সা.)-এর সর্বশেষ বাক্য ছিল, তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে আমার দাওয়াত পৌঁছে দাও।(সিরাত ইবনে হিশাম)।দাওয়াত তাবলীগের মুল প্রতিপাদ্য বিষয় হলো সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করা।
Rahi of voice 21সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।
যদি এই দাওয়াতে কাজে আপনি ও অংশ গ্রহন করতে চান,তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন