Shreedham Santipur Nadia

স্বাগতম 🙏 "Shree dham santipur" Nadiaচ্যানেলে।
শান্তিপুর একটি পুর্ণস্থান , এই স্থান প্রভু অদ্বৈতচার্য্যের বাসভূমি এবং তার বংশধর পরম্পরায় রাস উৎসব পালিত হয় | শ্রীধাম শান্তিপুরে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্মভূমি‌‌ । এই পূণ্য ভূমিতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বিরাজ করেছিলেন । সকলের কাছে শান্তিময় পরিবেশ বলতে শ্রীধাম শান্তিপুর । শাক্ত ও বৈষ্ণবের মিলনক্ষেত্র এই শ্রীধাম শান্তিপুর । শাক্তের পূজা বৈষ্ণব রীতি মেনে পূজিত হন মা আগমেশ্বরী 💗 ভালোবাসার শহর শান্তিপুর । শান্তিপুরের রাসযাত্রা ভারত বিখ্যাত ❣️ এছাড়াও এখানে বারো মাসে তেরো পার্বণ তো আছেই আশাকরি যারা বহিরাগত আছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই যেন শান্তিপুরে আসার জন্য বিশেষভাবে রাসযাত্রার সময় 🙏 এই ছোট্ট শহরটির প্রেমে পরে যাবেন ।

Please like , comment, share & subscribe my channel for new and interesting videos & Shorts of Santipur .

#Santipur #শ্রীধামশান্তিপুর #শ্রীময়ীশান্তিপুর #kalivisarjan #maakali #rasyatra #ras #shantipur #kalipuja #mahadev #santipurkalipuja #শান্তিপুর #rasutsab #রাসযাত্রা#