Rahman Mazid

আমার এই চ্যানেলে আগত সকল ভাই বোন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখানে আলোচিত প্রতিটা বিষয় আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত ভাললাগা বা পছন্দ অপছন্দের বিষয়সমূহ নিজস্ব চিন্তা ধারার উৎস থেকে প্রতিফলিত হয় এখানে। কোন দল বা গোষ্ঠীর প্রতি বিশেষ সমবেদনা বা কারো প্রতি অযৌক্তিক বিদ্বেষ ছড়ানো আমার উদ্দেশ্য নয়। সাদাকে সাদা আর কালোকে কালো হিসেবে বিবেচনা করে সঠিক সত্য ও সুন্দরের বুদ্ধিবৃত্তিক চর্চাই এর মৌলিক উদ্দেশ্য। অসুন্দরের চর্চা হ্রাস করত সুন্দর ও সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিটি নাগরিকের মনে সত্য ও সুন্দরের বীজ বুনে দেয়াই আমার একমাত্র কাজ।

রহমান মাজিদ
Rahman Mazid
Mazid Talks
Mazid speech