Arya Dipangkar

নমস্কার মিত্রগন।
কুসংস্কারচ্ছন্ন সমাজ ও ধর্ম ব্যবস্থার পরিবর্তন তথা বেদভিত্তিক সত্য সনাতন ধর্মের পুনরুদ্ধার চেষ্ঠার প্রয়াস।
হে সনাতনী মিত্রগন এসো বৈদিক সত্য সনাতন পথে, গাও মহান আর্যগীত ৷ ভেঙ্গে দাও সকল কুসংস্কারের প্রাচীর।
কৃণ্বন্তো-বিশ্বমার্যম্ এর সুরে, সনাতনী হৃদয়ে জাগ্রত হোক আর্যত্ব ৷ সকলে আর্য হই, পৃথিবীকে পবিত্র ও শুদ্ধ করে গড়ে তুলি ৷

"মনুর্ভব জনয়া দৈবং জনম"
অর্থ: সরলার্থ: প্রকৃত মানুষ হও অন্যকেও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোল ৷
(ঋগ্বেদ (১০/৫৩/৬)

Known More: https://aryapsbd.blogspot.com