Nashir Uddin

আমি একজন শিক্ষক ও গবেষক। বিভিন্ন প্রকার শস্য, বিশেষ করে ধান, ওট বা সরগাম (জোয়ার) এর মানুষের চাহিদা (ক্যালোরি বা পছন্দ), আবহাওয়ার উপযোগীতা, স্বাস্থ উন্নতিসাধন ও বিভিন্ন প্রকার অজৈবিক চাপ সহনশীল, নতুন জাত উদ্ভাবন বা উন্নয়ন নিয়ে আমার গবেষণা ও এই বিষয়ের কৌশলগুলো ছাত্রছাত্রীদের শিখানোই আমার কাজ। জেনারেল বায়োলজি, বেসিক প্লান্ট ব্রিডিং, প্লান্ট মলিকুলার জেনেটিক্স, বায়োস্টেটিসটিকস, প্লান্ট ফিনোটাইপং এবং জিনোটাইপিং, জিনোমিকস এবং বায়োইনফরমেটিক্স এই বিষয়গুলো পড়েছি এবং পড়াই।
শিক্ষাজীবনে সাংবাদিতকার হাতেখরি এবং পরবর্তী কিছুদিন রিপোর্টার হিসেবে কাজ করার অভিজ্ঞতা সামগ্রিক কৃষি উন্নয়নে অবদান রাখার আগ্রহ রয়েছে। এছাড়াও কৃষি উদ্যোক্তা তৈরি এবং নিজে উদ্যোগি হওয়ার জন্য কাজ করছি।