থ্যালাসেমিয়া, সোরিয়াসিস এন্ড প্যারোনিজ ডিজিজ 7

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় দর্শক ও শ্রোতা, ভাই ও বোনেরা!
নিশ্চয়ই স্বাস্থ্য আল্লাহর সবচেয়ে বড় আশীর্বাদI
আমি ডাঃ আবু বকর সিদ্দিক বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় হোমিও চিকিৎসকদের একজন।
কিডনি, ক্যান্সার, থ্যালাসেমিয়া, সোরিয়াসিস, সেক্স, আঁচিল, নাকের পলিও চর্মরোগ ইত্যাদি জটিল স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা গ্যারান্টির সহিত সম্পন্ন করার আমার সাফল্য রয়েছে।সঠিক ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও চিকিৎসা পাবেন এই চ্যানেলের মাধ্যমে স্বাস্থ্য আপনার তাই সুরক্ষার দায়িত্ব আপনার!সময় পেলে স্বাস্থ্যবিষয়ক ভিডিও দেখবেন, কমেন্টস করবেন ,শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুনতে পাবে যাদের চিকিৎসা বা ওষুধের প্রয়োজন (পাইকারি ও খুচরা) তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

ডাঃ আবু বকর সিদ্দিক
জটিল ও দূরারোগ্যব্যাধির চিকিৎসক ও গবেষক।

সভাপতি
DHMS ডক্টরস এসোসিয়েশন,
মোহাম্মাদপুর শাখা ।
মুন-ইমা হোমিও কমপ্লেক্স।
বাড়ি-৩৯, রোড-৪, ব্লক-ডি, ঢাকা উদ্যান,
মুহাম্মদপুর, ঢাকা-1207
বাংলাদেশ।
Whatsapp/imo📲+8801733-162976