Tarabari tv

তরবারি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। যুদ্ধে বীরত্বের সাহসীকতার জন্য সেনাপতিদের বিভিন্ন তরবারির নামে উপাধিতে ভূষিত করা হতো। অনেকের অভিযোগ তরবারি দিয়ে ইসলাম এসেছে মূলত তাঁর উত্তর হচ্ছে তরবারির আঘাতে ইসলাম আসেনি বরং শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য তরবারি ব্যবহার হতো, এমনকি শত্রুপক্ষেরও অধিক তরবারি ছিলো কই তারা তো জয়লাভ করতো না, ইসলামের জয় হতো আল্লাহর ইচ্ছায়, ঈমানি শক্তিবলে।
অধিক সন্যসংখ্যা ও তরবারি দিয়ে নয়। ইসলাম প্রসারিত হয়েছে মহানুভবতায় যা কোটি কোটি বিধর্মীও স্বীকার করে।