B Agriculture

I.m Arif Mondul ,B Agriculture কৃষি মানবজাতির আদিমতম পেশা । মানুষের জীবনধারনের জন্য শষ্য উৎপাদন কিংবা গৃহপালিত পশু ও প্রতিপালনের লক্ষ্যে কৃষিকার্য নির্বাহ করা হয়। আর এই কৃষিতে এখন যোগ হয়েছে আধুনিকতা নানাবিধ প্রযুক্তি। কৃষির নতুন নতুন দিক আপনাদের সামনে নিয়ে আসার লক্ষ্যে আমাদের কৃষিকথা।

বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। বাংলাদেশের জনগনের একটা বিশাল অংশ তাঁদের জীবনধারনের জন্য কৃষির উপর নির্ভর করে।শিক্ষিত যুবক,নানা পেশা থেকে আগত নতুন উদ্যোক্তাদের বড় বিনিয়োগ, টেকনোলজি এবং কৃষি-কর্মকর্তাদের পরামর্শে আমাদের কৃষি হয়ে উঠেছে আধুনিক কৃষি।সঠিক তথ্য আদান প্রদানের মাধ্যমে আমাদের কৃষি হোক আরো সমৃদ্ধ সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।সুপ্রিয় দর্শক, যদি আপনাদের কোন সুবিধা আসুবিধা এবং সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন ।



👍🙏 WISH YOU ALL THE BEST 🙏👍

❤️LOVE YOU ALL❤️