Tania juthi vlog
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাবাই কেমন আছেন। আশাকরি সবাই ভালোআছেন আল্লাহর রহমতে আমিও ভালোআছি।লকডাউনে বসাই বসে বসে ভালো লাগতোনা শুধু ভাবতাম কিছু একটা করি। কয়দিন ওনলাইনে বিজনেচ করলাম অনেক টাইম দিতে হয় এই জন্য বাদদিলাম। ভাবলাম অন্যকিছু করি। হটাৎ একভাবি ইউটুবের কথা বলে আমি দুইদিন চিন্তা করলাম অনেক ভিডিও দেখলাম ইউটুবে তারপর সিদ্ধান্ত নিলাম ইউটুবিং করবো।শুরুকরে দিলাম ইউটুবিং (প্রথমে রান্নার চ্যালেন খুললাম (তানিয়ার রান্নাবান্না )নামে দেখলাম ভালোই লাগে সময় কেটে যাই।তার পর দেরি না করে একটা ব্লাগ চ্যালেন খুললাম (Tania juthi vlog)আশাকরি আপনারা আমার চ্যালেনের পাশে থাকবেন।আমার জন্য দেওয়া করবেন আমি যেন ভালে ভাবে ইউটুবে কাজ করতে পারি।
বাহিরে নিয়ে গেলে তার আনন্দের শেষ নেই। ঘরে থাকলে শুধু কান্না করে।।
আজকে আমার মেয়েটার জন্মদিন তাই একটু সেজেছে।।
সে এখন একাই জুতা পায়ে দিতে পারে তাও আবার সোজা করে।। বয়স ১বছর ১১মাস
শুভজন্মদিন আম্মাজান।বাসাই কেক তৈরি করলাম আজকে আমার বড় মেয়ের জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ মেয়ের এখনো দুই বছর হয়নি সে নিজেই সোজা করে জুতা পাই দেয়।।
সারাদিন শুধু খাতাই দাগাবে।।
মেয়েদের জন্য কাপ কেক তৈরি করলাম।।
বাসার কোনো খেলনা তার ভালো লাগে না তাই বাহিরে এসে খেলবে।।
বাসা থেকে বাহিরে নিয়ে আসলে আর বাসায় যাবে না।।
এটাতে উঠে সে অনেক খুশি।।
আজকে মিথিলা স্কুলথেকে পড়ে বিজ্ঞানী হয়ে আসলো।।
মাশাআল্লাহ দিন যত যাচ্ছে কি যে পাকনা হচ্ছে আমার মা টা।
রাত এগারো টা বাজে তার চোখে ঘুম নেই।।
রুটি আর সাদা কাগজ তার কাছে দুটোই এক৷
জুতা কিনে কি ভুল করলাম না হেঁটে জুতা ধরে বসে থাকে।।
সুযোগ পেলে কামোড় দিবে নতুন খেলনা পেয়ে সে অনেক খুশি এটাই দেখে মায়ের শান্তি।।
সব কষ্টের পেছোনে সুখ থাকে আলহামদুলিল্লাহ আমার মেয়ের এক বছর পূর্ণ হলো সবাই দোয়া করবেন।।
ও জ্বীন আপা আমরা বাঙ্গালী আমরা খ্যাত আনস্মার্ট এটাই ভালো।।
মেয়ে স্কুলের সংস্কৃতি অনুষ্ঠানে কি গিপ্ট পেল।।
ছয় মাসে মিথিলা কতটাকা জমালো।আপনার সন্তানকে ছোট থেকে সঞ্চয় করানো শিখান।।
হটাৎ করে ভাইয়ের বিয়ে হলো।।
বিয়ের ১৪ বছর পর আবার নতুন করে সংসার শুরু করলাম।।
অনলাইন থেকে কি প্রোডাক্ট কিনলাম।অনলাইন থেকে কেনাকি ঠিক হয়েছে।
গ্রামে এসেই দুই মেয়ে নিয়ে ঘুরতে বেরহলাম।।
১০ বছর পর নিজের পরিবারের সঙ্গে দেখা হলো সে এক অন্য রকম অনুভূতি বলে বোঝানো যাবে না।।
৭মাসের বাচ্চার সাথেএটাকি হচ্ছে কেউ যদি জানেন তাহলে জানাবেন।মেয়ের জন্য কসমেটিকস কিনলাম।।জ
অনুষ্ঠানে যাওয়ার আগে রিহার্সাল চলছে।
ভাগ্য খারাপ হলে যা হয় কিছু করতে গেলে সহজে সফলতা আসেনা।মেয়েদেরকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলাম।।
আজকালকের পড়াশোনার সাথে আগের পড়াশোনার কত পার্থক্য।ভালো স্টুডেন্টের বিচার যে কি ভাবে হবে সেটা 😱😱
নিজের জন্য এখন একটু ও সময় করতে পারি না।।