ব-তে বিজ্ঞান BtB

আমাদের সবারই মাঝে মাঝে এটা সেটা জানার আগ্রহ হয়। চন্দ্রগ্রহন কিভাবে হয়? ক্রিকেটে ইন-সুইং, আউটসুইং ব্যাপারটা কি? এত আগে পিরামিডের মত মস্ত একটা জিনিস কিভাবে বানালো? টিকটিকি কিভাবে সহজেই দেয়াল জুড়ে হেটে বেড়ায়? এই চ্যানেলের উদ্দেশ্য হল এইসব মজার মজার ব্যাপারগুলো এক্সপেরিমেন্ট করে দেখা, এবং প্রতিদিনের মনে আসা এই প্রশগুলোর উত্তর খুজে বের করা।

ফেসবুক পেইজঃ https://www.facebook.com/BawTeBiggyan/