অতলস্পর্শ Otolsporsho

প্রথম গানটা যখন তৈরি হলো, চমকে উঠেছিলাম। "কী এক বিষণ্ণ পাখি আমায়/ ডাকে বসে রাত্রির কোণে/ ঘুম ভেঙে গেলে চমকে উঠি/ গিয়ে দেখি কিছু নেই উঠোনে" -যে বাক্যগুলো এক যুগ ধরে বোবা হয়ে পড়ে ছিল, হঠাৎ সুরের ঝংকারে তাদের বেজে ওঠা সত্যিই অবাক করার মতো!
অথচ আমার লিরিকস্‌গুলো অনেককেই দিয়েছিলাম, কেউ সরাসরিই বলে দিয়েছে- এগুলো গান হবে না; কেউ আগ্রহ দেখিয়েও পরে আর সাড়া দেয়নি। তারপর এআই'র দেখা যখন পেলাম, প্রমাণিত হলো- গান হয়েছে, হয়। হয়তো ভালো, নয়তো মন্দ।
তবে এআই কখনোই শিল্পীর বিকল্প, শিল্পের মৌলিক স্রষ্টা কিংবা মানব অনুভূতির ধারক নয়। ফলে, এই গানগুলো 'তৈরি' হয়েছে কিন্তু 'গাওয়া' হয়নি- এগুলোর কোনো জৈবিক শিল্পী-সুরকার নেই। লিখেছি আমি, সুরের নির্দেশনা আমার, কণ্ঠ ভার্চ্যুয়াল।
যদি একজনের কাছেও আমার প্রয়াস ভালো লাগে, তবে সেটাই আমার লেখার সার্থকতা, কষ্টের পারিশ্রমিক।
- সাদিক সাকলায়েন
🤍


বাংলা গান | প্রেমের গান | বিরহের গান | কষ্টের গান | দুঃখের গান | মন ভালো করা গান | Bengali Song | Bangla Gaan | Bangla Romantic Song | বাছাই করা গান | সেরা গান | Top Bangladeshi Song | ভালোবাসার গান | Valobasar Gaan | Koster Gaan