Sundarban Nursery

আসসালামু আলাইকুম।
স্বাগত সুন্দরবন নার্সারি এন্ড বীজ সাপ্লায়ার এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সুন্দরবন নার্সারি এন্ড বীজ সাপ্লায়ার ২০১৫ সাল থেকে সুনামের সহিত সমগ্র বাংলাদেশে চারা সরবরাহ করে আসছে। সঠিক মান ও জাতের চারা সরবরাহ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কুল,পেয়ারা,মাল্টা,লেবু,কমলা,আম,জাম,কাঁঠাল,লিচু,সুপারি,নারকেল ও দেশি-বিদেশি সকল প্রকার কলম চারার পাইকারি বিক্রেতা। স্বল্প মূল্যে নার্সারি ও বাগানী ভাইয়েরা চারা ক্রয় করে যেমন অর্থ সাশ্রয়ী হয় তেমন সঠিক জাতের চারা কম দামে পেয়ে লাভবান ও হন।