বাংলা ব্যাকরণ বীথি

বাংলা ব্যাকরণ বীথি
বাংলা ব্যাকরণ চ্যানেল
এইটা একটা শিক্ষা মূলক চ্যানেল। খুবসহজ পদ্ধতিতে বাংলা ব্যাকরণ শিখতে পারবে।
ব্যাকরণের সমস্ত বিষয় থাকবে।
যাঁরা ব্যাকরণে দুর্বল খুব সহজ পদ্ধতিতে ব্যাকরণের নানা রকম শিক্ষা নিতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার উপযুক্ত ব্যাকরণ , উচ্চ মাধ্যমিক স্তরের ব্যাকরণ ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার ব্যাকরণ যেমন এসএসসি,পিএসসি , গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি সহজ পদ্ধতিতে
পদ, বিশেষ্য ও বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, কারক, বিভক্তি সমাস, প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ,উচ্চারণ, ধ্বনি ও বর্ণ , সন্ধি, বাক্যের শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়ে অনেক তথ্য পাবেন । এছড়াও দেশ বিদেশের কিচ্ছু ঘটনা সাধারণ জ্ঞান হিসাবে থাকবে।
যদি মনে হয় তোমরা কিছু শিখতে পারছো। বুঝতে কোনো অসুবিধা হচ্ছেনা , উপকার হচ্ছে । বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। ভালো লাগলে লাইক করতে পারো । কোনো জায়গা বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে । ছাত্র ছাত্রীর উন্নতি আমাদের লক্ষ্য। আরও কিছু জানার জন্য শেখার জন্য সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই । ছাত্র ছাত্রীর সাফল্য আমাদের প্রেরণা।
ধন্যবাদ সবাই সুস্থ থাক ভালো