আমার HSC PHYSICS

অভিনন্দন,
আমি মো. মাহবুবর রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান। বি,এস-সি(অনার্স), এম,এস-সি(থিসিস), এম,ফিল(বুয়েট), পিএইচডি(গবেষক) (বুয়েট)। বিগত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উক্ত বিষয়ে পাঠদান করে আসছি। পাশাপাশি বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ গ্রহণ করি। কিছু বাস্তবমুখী কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে উদ্বুদ্ধ করা ও শিক্ষণে অনুপ্রাণিত করাই আমার শেখানোর লক্ষ্য।
ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের ভিডিওগুলো অনুসরন করে শিক্ষার্থীরা উপকৃত হবে আশা করছি।