MARUF

🎸Maruf-The Sailor's Tale
"Music is the language of the spirit"- Kahlil Gibran.
কাজের সুবাদে সাগরেই ভেসে বেড়াতে হয় বছরের বেশিরভাগ সময় আমাকে। এক সময় কাজ শেষে জাহাজের ডেকে এসে বসে সাগর দেখি চুপিসারে।
আর সাগরের সাথে কথা বলি। কি পাগল ভাবছেন? সাগরের সাথে কথা বলে না কি কেউ? হা আসলেই পরিবার পরিজন থেকে দূরে থাকা আমাদের সঙ্গি এই বিশাল সাগরটাই!
তার সাথে কথা বলেই সময় কাটে আমার। তার কথা কিন্তু সাধারণ মানুষের কথার মতন না! সে বিরাট বড়ো বড়ো ঢেউ তুলে সুরে সুরে কথা বলে। সাগরে ভেসে বেড়াই আর সাগরের মধুর সুর শুনি মন দিয়ে। মাঝেমাঝে সে গর্জে উঠে তুমুল ঝড় তোলে সুরে আবার মাঝেমাঝে শান্ত হয়ে ঘুম পাড়িয়ে দেয় শান্ত সুর দিয়ে!
সাগরের সাথে বন্ধুত্ব তাই তার সুরের জবাব সুরেই দেয়ার চেষ্টা করি মাঝেমাঝে!
সেই সুর আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করি তাই এই পেইজ খোলা।
মনের আনন্দ থেকে গান গাই, মনের ক্ষুধা মিটাই গান গেয়ে। আপনারা পাশে থাকলে আনন্দ বেড়ে যাবে হাজার গুণ।