ToonSmiley

📺 মনে আছে সেই শৈশবের কথা। কিভাবে ভুলতে পারি সেই দিনগুলোর কথা, সারাদিন খেলাধুলা এরপর টিভি দেখা পড়ালেখা আবার কিসের। হ্যাঁ মাইর ও খাইতে হইতো 😁 এখন সবকিছুই মিস করি

কে জানতো এমন একটা সময় আসবে যখন মাইর কেউ মিস করতে হবে। বাট চিল আমরা জানি ওই সময়ে আর ফেরত যেতে পারবো না। কিন্তু প্রতিদিন 30 মিনিটের জন্য বাচ্চা তো হতে পারবো। বাচ্চা হয়ে টাইম ট্রাভেল করে চলে যাব কার্টুন এবং এনিমের দুনিয়ায়।

আমরা প্রতিদিন উপভোগ করব সোনালী দিনের সেই স্বাদ বিভিন্ন কার্টুন নিয়ে এনিমে নিয়ে কথা হবে মজা হবে হবে হই হুল্লোড়

আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা তখন জানতাম না কার্টুন কাকে বলে আর এনিমে কাকে বলে তাই আমরা সবগুলোকেই কার্টুন বলতাম। এখন ভাবনাও বদলে গেছে জীবনও বদলে গেছে রয়ে গেছে শুধু স্মৃতিগুলো তাই আমরা সবাই বলি 🥲

আহারে আহারে আহারে শৈশব 😄🙆