Islamic Archive Bangla

ইসলাম একটি জ্ঞানভিত্তিক ধর্ম। আপনি যতই জানবেন ততই ইসলামকে ভালবাসবেন। যতই কম জানবেন, আপনি ততই ঝুঁকির ভেতর থাকবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্ত হবেন।

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন- ‘ইলম শিক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য ফরয।’ [ইবন মাজাহ: ২২৪]।

এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখেন-‘সর্বশ্রেষ্ঠ ইলম হচ্ছে আল্লাহ তা‘আলার ব্যাপারে জ্ঞান হাসিল হওয়ার ইলম, তাঁর ফেরেশতা, রাসূল এবং এগুলোর সহায়ক ইলম। কারণ এর ফল হলো অনন্ত সৌভাগ্য।’

হাসান ইবন রবী‘ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘ইলম শিক্ষা করা ফরয’ দ্বারা সেই ইলম উদ্দেশ্য নয়, মানুষ যা (জাগতিক স্বার্থে) হাসিল করে। বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দীনের প্রয়োজনের ইলম।’

আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘মূর্খতা এমন এক রোগ, যা রোগীকে কখন খুন করে ফেলে তা রোগী নিজেও টের পায় না।’ তিনি আরো বলেন,

‍‌"মূর্খতা হচ্ছে খুনী রোগ। আর এর শেফা হচ্ছে সর্বসম্মতভাবে দুটি বিষয়, কুরআন ও সুন্নাহর ইলম। আর ডাক্তার হচ্ছেন আলেমে রব্বানী।"

https://goo.gl/7MDQrJ

আসুন আমরা সঠিক ইসলাম জানার চেষ্টা করি।