Indrani Cooking Show

নমস্কার, ইন্দ্রাণী কুকিং শো-তে আপনাকে আন্তরিক স্বাগত।
রেসিপির যেমন কোন শেষ নাই তেমনই প্রত্যেকটি রেসিপি নিজের স্বাদে গুনে নিজেই নিজের তুলনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের ভোজন বিলাস বিভিন্ন ধরনের। পৃথিবীর প্রত্যেক প্রান্তের হট ফেভারিট সব রেসিপি সাথে বিভিন্ন ভারতীয় ডিস/রেসিপি তথা বাঙালির প্রিয় সমস্ত পদ নিয়ে আড্ডার ছলে সকলকে সঙ্গে নিয়ে এই শো এগিয়ে চলবে। যেকোন ধরনের রেসিপি'র সাথে উন্মোচিত হবে রেসিপিটি আরও ভালো করে গড়ে তোলার বিভিন্ন সঠিক টিপস তারসাথে পাবেন সঠিক পরিমাপের হদিশ। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পৃথিবীর সকল প্রান্তের অসাধারণ থেকে অতীসাধারণ সব ধরণের রেসিপির ঘ্রাণ নিন নিজের রান্নাঘরেই। ভাসুন সকলের প্রশংসায়।