Purba Bangladesh

সংস্কৃতি মানুষের ভাবনার জগতকে আলোকিত করে এবং মনের কালিমা দূর করে সত্য ও সুন্দরের পথ দেখায় - এই বোধ থেকে চট্টগ্রামে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন-উন্নয়ন মূলক সংগঠন পূর্বা পথ চলা শুরু করে ২০০২ সালে। বলতে দ্বিধা নেই এই পথচলা কঠিন ও দূরূহ। আমাদের আয়োজনগুলোর থাকেনা কোন বাণিজ্যিক অভিপ্রায় নেই, আছে ভাষা ও সংস্কৃতির প্রতি প্রবহমান আবেগের ফগ্লুধারা। চট্টগ্রামে পূর্বা প্রথম অবৈতনিক সাংস্কৃতিক স্কুল, সিআরবিতে প্রথম স্বাধীনতা উৎসব, চট্টগ্রামে প্রথম শরৎ ও হেমন্ত উৎসব, প্রায় ১০০০ ক্ষুদে চিত্রকরদের অংশগ্রহণে সর্ববৃহৎ চিত্র প্রদর্শনী সহ অসংখ্য কাজ করে চলেছে। পূর্বা যুব কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ফটোগ্রাফী, ট্যুরিস্ট গাইডের মত ইনোভেটিভ প্রশিক্ষণের আয়োজন করে বিলাসী বেকারের সংখ্যা কমিয়ে আনতেও চেষ্টা করছে। পাশাপাশি মানসিক প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী শিশু এবং নানান বয়সের মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করে চলেছে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনগুলো আপনাদের সকলের সহযোগে পূর্ণ হোবে এটিই আমাদের একমাত্র প্রত্যাশা।