Tashin BD 2007

প্রিয় বন্ধুরাঃএকজন মানুষকে কখনো আরেকজন মানুষের সাথে তুলনা করতে নেই,কারণ যেখানে দুটি প্রজাপতির রং এক হতে পারে না সেখানে মানুষ কিভাবে এক হতে পারে, মহান আল্লাহ তায়ালা সবাইকে সমান যোগ্যতা দিয়ে এই পৃথিবীতে পাঠাইনি। আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যারা তাদের পরিবারের সদস্য এমনকি সন্তানের সাথে অন্য কউকে তুলনা করে, সেটা হক শিক্ষাগত যোগ্যতা,কাজের যোগ্যতা কিংবা অন্য কোনো কিছু
এর ফলে একজন মানুষ হিনমন্নতা ভোগে তার ভেতর এক প্রকার হিংস্র মনোভাব জেগে ওঠে। এবং যার সথে তুলনা করা হচ্চে তার ওপর ওই ব্যক্তির এক প্রকার হিংসা তৈরি হয়।এবং বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। হয়ত এই মানুষের ভেতর এমন যোগ্যতা আছে যা ওই মানুষের ভেতরে নেই, আবার এই মানুষের ভেতর এমন যোগ্যতা আছে যা ওই মানুষের ভেতরে নেই।তাই আমাদের সকল পরিবারের উচিত এই বদঅভ্যাস ত্যাগ করা।